ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আড়াইহাজারে বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ: পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল মিয়া (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।  
 
নিহত সোনা মিয়া (৭৫) ওই এলাকার মৃত সাহবুদ্দিন মিয়ার ছেলে।

আর আটক আমিনুল নিহত সোনা মিয়ার ছোট ভাই এমদাদুল হকের ছেলে।  
 
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চাচা সোনা মিয়ার সঙ্গে ভাতিজা আমিনুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে মাটি কাটার কোদালের হাতল দিয়ে চাচা সোনা মিয়াকে পিটিয়ে আহত করে।  

পরে স্থানীয়রা আহত সোনা মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  
 
তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় ভাতিজা আমিনুল মিয়াকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।