নিহত সোহান হাওলাদার ট্রাক চালক। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কোপালভেড়া গ্রামে এবং আলাউদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার হাজিগঞ্জ থানার বলিয়ারাজাপুর গ্রামে।
পুলিশ জানায়, রাতে সোহান হাওলাদারের ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি বাসস্ট্যান্ডে নষ্ট হয়ে যায়। পরে মালিকপক্ষকে ফোন করলে বিকল ট্রাকটি উদ্ধারে অপর একটি ট্রাক পাঠান তিনি। রশি বেঁধে বিকল ট্রাকটি টেনে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এসময় ট্রাক থামিয়ে সোহান ও আলাউদ্দিন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেসময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। পরে পথচারীরা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে এবং সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ