ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্লেনে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪ জঙ্গি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
প্লেনে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪ জঙ্গি 

ঢাকা: প্লেনে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) চার জঙ্গিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) সদস্যরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি বাংলানিউজকে জানান।

 

তিনি জানান, গ্রেফতাররা মিরপুরের দারুস সালাম জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি সদস্য।

এ বিষয়ে বিকেল ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।