ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের সাগরদী বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বরিশালের সাগরদী বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ সাগরদী বাজারে ব্যবসায়ীদের প্রতিবাদ বিক্ষোভ

বরিশাল: ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাজারের ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ  রেখে বিক্ষোভ করেছেন বরিশাল নগরের সাগরদী বাজারের ব্যবসায়ীরা।

এ সময় তারা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কে অবস্থান নেয়। বুধবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সাগরদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল সাহা জানান, আজ বুধবার সকালে স্থানীয় ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী মামুন হাওলাদারের উপর দফায় দফায় হামলা চালান।

এ ঘটনার প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ী হামলাকারীর বিচারের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ও বাজার কমিটির সভাপতি এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাজার কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। বিষয়টি নিয়ে বৈঠক হবে। সেখানে সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।