ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’র উদ্বোধন  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
 শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের  বীরত্বগাঁথা’র উদ্বোধন    শ্রীমঙ্গল সেক্টরে ‘মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথ’ উদ্বোধন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শ্রীমঙ্গল সেক্টরে ‘মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’ শীর্ষক তথ্যবহুল স্থাপনা উদ্বোধন করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (০১ নভেম্বর) বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম এ স্থাপনার উদ্বোধন করেন।  
 
এ সময় তিনি বলেন, আমাদের মৌলভীবাজার জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যে চিরস্মরণীয়।

মৌলভীবাজার ছিল ৪নং সেক্টরের অধীন। এ  জেলাতেই শহীদ হন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান।  
 
‘নতুন এ স্থাপনায় রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আলোকচিত্র। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের শিশু-কিশোররা এখান থেকে সত্য ইতিহাস জেনে উপকৃত হবে বলে আশা করি। ’
 
এ সময় ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মঈন উদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং শ্রীমঙ্গল পরিক্রমার সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মুক্তিযুদ্ধের এ স্থাপনায় রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে প্রথম সেনা সদর দফতর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবনবৃত্তান্তসহ নানান তথ্যকণিকা।
 
উদ্বোধনের পর ‘মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’ স্থাপনায় ভিড় করেন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিবিবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।