বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু স্মৃতি সংসদের পক্ষ থেকে এ ঢেউটিন বিতরণ করা হয়।
গোলাম সবুর টুলু স্মৃতি সংসদের পক্ষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, গোলাম সবুর টুলু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ফারজানা সবুর রুমকির ব্যক্তিগত সহকারী মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, গোলাম সবুর টুলু সংসদ সদস্য হওয়ার আগেই ১৯৯১ সাল থেকে অসহায় ও দুস্থ মানুষদের পাশে ছিলেন। এর ধারাবাহিকতায় তার মৃত্যুর পরেও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারজানা সবুর রুমকি এ উদ্যোগ চলমান রেখেছেন।
এর আগে ২১ অক্টোবর উপজেলার কাঠালতলী, চরদুয়ানী, সদর পাথরঘাটা ও নাচনাপাড়া ইউনিয়নে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/