ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় নিহতের পরিবারের লোকজন বিক্ষোভ করলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মেডিপ্লাস হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহতের নাম পারভীন আক্তার (৪৭)।

তিনি ফতুল্লার লালপুর এলাকার হোসেন মিয়ার স্ত্রী।  

নিহত পরিবারের সূত্র জানান, মেডিপ্লাস হাসপাতালে পারভীন আক্তারের জরায়ু অপরাশেন করেন ডাক্তার শান্তা ইসলাম। এসময় ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এসময় মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গোপন রেখে পারভীনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পারভীনকে মৃত ঘোষণা করেন।  

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাইম বাংলানিউজকে জানান, পারভীনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। জানতে পেরেছি পারভীনের জরায়ুর অপারেশন করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মরদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রোগীর স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করেছি।

মেডিপ্লাস হাসপাতালের মালিক মোফাজ্জল হোসেন মিন্টু রোগী মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা দাবি করে বলেন, এ বিষয়ে কিছু বলার নেই।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।