বুধবার (০১ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মল্লিকহাটি মহল্লার নাজিউর রহমানের ছেলে মো. ইমু (৩৬) ও সদর উপজেলার হরিশপুর এলাকার বাসিন্দা এনামুল হক শিমুল (৩৫)।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককালে ইমুর কাছে ২০ গ্রাম গাঁজা এবং এনামুলের কাছে চার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি