আসামি কৃষ্ণকান্ত মধু আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের মৃত হরিচরণ মধুর পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, চৌকিদার কৃষ্ণকান্ত মধু চলতি বছরের ২৯ আগস্ট রাতে এক গ্রামের দিনমজুরের ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে।
ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে কৃষ্ণকান্ত মধুকে আসামি করে উজিরপুর থানায় মামলা করেন। এরপর থেকে আসামি কৃষ্ণকান্ত মধু আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ নভেম্বর) ভোরে পাশ্ববর্তী উপজেলার উজিরপুরের টাকাবাড়ি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএস/এমজেএফ