ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত ১১টায় বিমানবন্দর ফুটওভার ব্রিজের পাশে রাস্তায় এবং সাড়ে ৩ টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শাহেদ পারভেজ বাংলানিউজকে জানান, শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দর ফুটওভার ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একব্যক্তির মৃত্যু হয়।

তার পরনে হাফ হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট ছিলো।

অন্যদিকে, উত্তরা-পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ৩ টার দিকে উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য ওই দুইব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।