নিহতরা হলেন-নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫) ও অপরজন সম্রাট (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনায় আসছিল। এ সময় একইদিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি নছিমন। পথে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর এলাকায় বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নছিমন চালক রোকনের মৃত্যু এবং আরো ৬ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সম্রাট নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ