ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গাদের কারণে পরিবেশে বিরূপ প্রভাব’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
‘রোহিঙ্গাদের কারণে পরিবেশে বিরূপ প্রভাব’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, কক্সবাজারের বিরাট অঞ্চলজুড়ে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করতে গিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব শুধু রোহিঙ্গাদের খাওয়া দাওয়ায় সহযোগিতা করছে। কিন্তু আমাদের জলবায়ু ও পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ল, বিশ্ব সে ব্যাপারে কতটুকু সহায়তা করবে সেটাই কিন্তু দেখার বিষয়।

রোববার (৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলেন তিনি।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, মিয়ানমারের তৈরি করা অযাচিত রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করছে বাংলাদেশ।

বিশাল উদ্বাস্তু কাফেলা মিয়ানমারের অত্যাচার-নির্যাতনের মুখে পালিয়ে এসেছে। কোনো কোনো সময় কতগুলো অযাচিত অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়, যা রাষ্ট্রকে মোকাবেলা করতে হয়। আমরা এই সমস্যার মধ্যে বর্তমানে আছি। এই সমস্যাটি আমাদের তৈরি নয়, মিয়ানমার তৈরি করেছে। কিন্তু তার পুরো দায় বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে।

তিনি বলেন, এত বড় উদ্বাস্তুর বহর মিয়ানমারের অত্যাচার থেকে জীবন রক্ষার্থে পালিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন। আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দিলেন। এরমধ্যে মানবিক দিক থেকে বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, যেখানে গত বছর সিরিয়া, ইয়েমনে, ইরাক থেকে উদ্বাস্তুরা পশ্চিমা বিশ্বে যাচ্ছিলেন, তারা সেটা মোকবেলা করতে সক্ষম হয়নি। তারা উদ্বাস্তুদের প্রত্যাখান করেছে। কিন্তু বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। শুধু মানবিক দিক থেকে নয়, যে সাহসের পরিচয় দিয়েছি, তা বিশ্ববাসী সাদরে গ্রহণ করেছে।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও পরিপ্রেক্ষিত আয়োজিত দুর্যোগ ঝুঁকি প্রশমনে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জন্য একাত্তর টিভির রিপোর্টার  হাবিবুর রহমান ও ডেইলি অবজারভারের বনানী মল্লিককে এই পুরস্কার দেয়া হয়। ইকবাল সোবহান চৌধুরী তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।

এসময় ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) সম্পাদক প্রণব সাহা, একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, পরিপ্রেক্ষিতের প্রধান নির্বাহী সৈয়দ রোবহান কবীর ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ’র অ্যাক্টিং ডিরেক্টর সৈয়দ মঞ্জুরুল আহসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৩২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।