ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত

মাগুরা: মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) সকালে মাগুরা সরকারি কলেজ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শেষে কলেজ অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।

অধ্যাপক শাহাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, শিক্ষাবিদ সুনীল সরকার, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।