রোববার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে (০৪ নভেম্বর) দিবাগত রাতে সদরের কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই ইউনিয়নের গাবরাগাতি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর শেখের ছেলে মজিদ শেখ (৪০) ও সৈয়দুজ্জামানের ছেলে রনি মিয়া (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার জানান, বিক্রেতাদের নিজ ঘরে বিক্রির উদ্দেশে গাঁজাগুলো সংরক্ষণে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/