ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্ত থেকে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
কলারোয়া সীমান্ত থেকে আটক ৫ কলারোয়া সীমান্ত থেকে আটক ৫

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক নারী-পুরুষরা হলেন-নড়াইল জেলার কালিয়া থানার পিরলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাহু শেখ (৩২), মৃত কাশেম শেখের ছেলে সেলিম শেখ (৩৫), সেকেন্দার শিকদারের স্ত্রী আদুরী বেগম (৩৩), কাওছার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুন (২৬) ও যশোরের নওয়াপাড়া এলাকার ইছামতি গ্রামের আশরাফুল শিকদারের স্ত্রী রিপা খাতুন (২৮)।

বিজিবির কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার তিন সংলগ্ন রিভার পিলারের কাছ থেকে ৫ জনকে আটক করে। তবে এসময় দালালরা কৌশলে পালিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, বিজিবি সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে আটকদের নামে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।