ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আন্তঃজেলা ডাকাত সর্দার রেজাউল করিমকে (৪৭) আটক করেছে র‌্যাব-১৩।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রেজাউল করিম ফুলছড়ি উপজেলার ঘোলদহ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০৪ নভেম্বর) ফুলছড়ি উপজেলার ঘোলদহ এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। আটককালে তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি শুটারগান, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। দেশের বিভিন্ন থানায় রেজাউলের নামে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।