রোববার (০৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৫ সালের মার্চে সদর উপজেলার গুচ্ছগ্রামে সাড়ে ছয় বছর বয়সী সৎ ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করেন চাচা সাইফুল। এ ঘটনায় তার বাবা সিরাজ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএএএম/আইএ