রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে মহিলা অধিদফতরের নিবন্ধন করা ৮৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিটি সমিতি ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা করে অনুদান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএএএম/আইএ