ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহ: ময়মনসিংহে মহিলা অধিদফতরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।  

ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।  

জেলা প্রশাসন থেকে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে মহিলা অধিদফতরের নিবন্ধন করা ৮৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিটি সমিতি ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা করে অনুদান পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।