ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ বারের নির্বাচন নিয়ে গড়িমসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
নারায়ণগঞ্জ বারের নির্বাচন নিয়ে গড়িমসি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বর্তমান নির্বাচিতদের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন না দিতে কাল বিলম্বের অভিযোগও রয়েছে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অনুচ্ছেদ ১৬ অনুযায়ী প্রতি বছর ২৫ অক্টোবরের মধ্যে জরুরি সাধারণ সভা (ইজিএম) করতে হবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের। অনুচ্ছেদের ৩১ ধারা অনুযায়ী সমিতির কার্যকরী পরিষদের এক বছরের জন্য  প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

চলতি বছর ইতোমধ্যে এ নিয়ম ভেঙেছেন বর্তমান সভাপতি আনিসুল ইসলাম দিপু ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলু। তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছেন বলে আইনজীবীরা অভিযোগ করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ২৫ অক্টোবরের মধ্যে ইজিএম করার কথা থাকলেও এবার তা করতে গড়িমসি করছেন বর্তমান নির্বাচিতরা। আদালতকে নির্বাচনহীন করে তারা ক্ষমতা হাতে ধরে রাখতে চান।  

জানা যায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৬ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। আর এই এজিএমে প্রস্তাব করা হবে জানুয়ারি মাসের পরে নির্বাচন করার ব্যাপারে। যদিও এ ব্যাপারটি নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে তীব্র মতবিরোধ। আইনজীবীরা চলতি বছরেই নির্বাচন চায় আর এ নিয়ে আদালতে বিক্ষোভও দেখিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পরবর্তী বছর নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত নির্বাচিত বারের মেয়াদকাল হবে। কিন্তু এবার এখন পর্যন্ত জরুরি সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) না হওয়াতে এবারই নভেম্বরের পরও বর্তমান বারের নির্বাচিতরাই দায়িত্বে থাকছেন। এতে করে বারের গঠনতন্ত্রকেও এখানে লঙ্ঘন করা হবে।

এ ব্যাপারে বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু বলেন, গত বছরও ইজিএম ৩১ তারিখ হয়েছিলো। এবার বারের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা ছন্দপতন হওয়াতেই বিলম্ব হচ্ছে। আমি কিছুটা অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আমার সহকর্মীরা  সোমবার (০৬ নভেম্বর) আমাদের সর্বোচ্চ সভা, বিশেষ সাধারণ সভা নির্ধারন করেছেন। সকলে মিলে আমরা যে সিদ্ধান্ত নেবো সে সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।