রোববার (৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার রামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস আলী মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের অলিউল্লাহর ছেলে এবং মুরাদনগর ছাপিতলা মাদ্রাসার প্রিন্সিপাল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবিদ্বার থেকে আব্বাস আলী মোটরসাইকেল চালিয়ে রামপুর সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি রাস্তায় ফেলে পালিয়ে যাওয়া চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএটি