কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত মজিবুর রহমানের (৩৮) মৃত্যু হয়েছে। রোববার (০৫ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নেত্রকোনার অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. সোহান সরকার বাংলানিউজকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজে জানান, বাড়ির ভেতরে চলাচলের রাস্তা নিয়ে মজিবুর ও তার চাচা আইজুদ্দিনের বিরোধ চলছিল।
মজিবুরের ভাই মোহাম্মদ আলীর অভিযোগ মতে বিরোধের জেরে বুধবার (১১ অক্টোবর) মজিবুরের ওপর চাচা আইজুদ্দিন ও চাচাতো ভাইয়েরা হামলা করে। এতে প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাতে মজিবুর আহত হন। পরে ওই দিনই মজিবুরের ভাই মোহাম্মদ আলি তার চাচা আইজুদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা করে ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।