রোববার (৫ নভেম্বর ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি সদস্যরা।
জাল নোট চক্রের সদস্যরা হলো- মহাদেবপুর উপজেলার বেলকুড়া গ্রামের শামছুল আলমের ছেলে মাহমুদুল নবী (৩৩), সাপাহার উপজেলার সুন্দরা গ্রামের আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) এবং জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার দমদমা গ্রামের চয়ন উদ্দিনের ছেলে আকাশ হোসেন।
অপর দিকে মাদকসহ নওগাঁর মান্দা উপজেলার চৌজা উওরপাড়া গ্রামের সাইদুল রহমানের ছেলে আব্দুল জব্বার (৩৫), একই উপজেলার চককানু গ্রামের রেজাউল করিম (৪০) এবং একই উপজেলার দেলুয়াবাড়ি সরদার পাড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও একই গ্রামের মৃত গুলবরের ছেলে মোখলেছুর রহমানকে (৩০) আটক করা হয়।
এসময় জব্বার, মোজাম্মেল এবং মোখলেছুর রহমানের কাছে ৩৫ গ্রাম করে হেরোইন এবং রেজাউলের কাছে ৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এছাড়া রানীনগর উপজেলার চকাদীন আলোপাড়া গ্রামের দুলালের স্ত্রী বুলবুলি আক্তার বুলিকে (৩১) ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওসি আর জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএইচ