সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জরিনা বেগম পটুয়াখালীর কলাপাড়া থানার লেবুপাড়া এলাকার মৃত আব্দুল আলী হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুই মাস আগে শ্রীপুরের উত্তর মাওনা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসে ওই বৃদ্ধা। সকালে সেখান থেকে নিজ বাড়ি ফেরার সময় এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরএস/এসআরএস