রোববার (০৫ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার জুগিয়া বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা হলেন-খোকসার সাগর, সদর উপজেলার আলামপুরের খোকন ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাচ্চু।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে জুগিয়া বালিরঘাট এলাকায় অবস্থান নিয়ে ওই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে এ অস্ত্র ও গুলি পাওয়া যায়।
ওই তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই