ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্লগার অভিজিৎ খুনের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ব্লগার অভিজিৎ খুনের ঘটনায় গ্রেফতার ১ সোহেল ওরফে সাকিব

ঢাকা: ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত থাকার অভিযোগে সোহেল ওরফে সাকিব (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।

রোববার (০৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতার সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্লগার অভিজিৎ রায় হত্যার সাথে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছেন।

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মেজর জিয়ার নির্দেশে এবং পরিচালনায় এ হত্যাকাণ্ডে তারা অংশ নিয়েছিলো বলেও স্বীকার করেছেন সোহেল।

মাসুদুর রহমান আরও জানান, ব্লগার অভিজিৎ রায় হত্যায় ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে গ্রেফতার সোহেল অন্যতম আসামি।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।