সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ ক্লাবের (বিউএসইসি) ওয়েবসাইট উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসিনুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ইমামুল হক বলেন, মাটি হচ্ছে মা। তাই একে অবহেলা ও অযত্নে রাখা যাবে না। আর মৃত্তিকা ও পরিবেশ একে অপরের পরিপূরক। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে মৃত্তিকার উন্নয়নের কোনো বিকল্প নেই।
‘পড়াশোনার পাশাপাশি নিজেদের আত্ম-উন্নয়নে সহশিক্ষামূলক কাজেও নিয়োজিত থাকতে হবে। যাতে ভবিষ্যতের জন্য যোগ্য ও সত্যিকারের মানুষ হওয়া যায়। এক্ষেত্রে মৃত্তিকা এবং পরিবেশ ক্লাবের ওয়েবসাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ’
থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের কথা উল্লেখ করে তিনি বলেন, মৃত্তিকাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য ভূমিকা রেখেছেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল। তারই উদ্যোগে ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।
আলোচনা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় মৃত্তিকা ও পরিবেশ ক্লাবের (বিউএসইসি) ওয়েবসাইটের (www.barisalunivses.com) উদ্বোধন করেন উপাচার্য ড. এস এম ইমামুল হক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনজুমান আরা রজনী, ইশরাত জাহান সঞ্চারী, সাইয়েদা সাবরীনা আলী, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. আশরাফ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/আরআইএস/