সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের একটি মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান সদর উপজেলার বাঁকাল ইসলামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে মসজিদের পানির ট্যাংকিতে পানি উঠানোর জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সিদ্দিকুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দেবহাটা থানার উপ পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করেন।
তিনি বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ