ঢাকা: ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।
অতিরিক্ত সচিব পর্যায়ের এই কর্মকর্তা স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (০৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমআইএইচ/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।