সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ বিভিন্ন দাবিতে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার (০৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
এতে একযোগে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী কালি কৃঞ্চ পাল, স্যানেটারি পরির্দশক সেলিম আহমদ, সার্ভেয়ার আলী হোসেন প্রমুখ।
কর্মকর্তা-কর্মচারীরা দাবি জানান, অবিলম্বে সরকারি কোষাগার থেকে তাদের বেতন ভাতা ও পেনশন সুবিধা দিতে হবে। অন্য দফতরের সরকারি কর্মচারীরা যে ধরনের সুবিধা পায় সে সুবিধা পৌর কর্মকর্তা কর্মচারীদেরও দিতে হবে। তা না হলে সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন আরও বৃহত্তর আন্দোলন করে দাবি আদায় করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।