ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্যান্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কুমিল্লা বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালানো হয়।
এসময় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৫৮২ পিস ভারতীয় শাড়ি এবং ৫৪৬ মিটার প্যান্টের থান কাপড় জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ৯৯ লাখ ২৮ হাজার ৮শ’ টাকা।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।