ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্যাঞ্চলে শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
পার্বত্যাঞ্চলে শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তি

বান্দরবান: পার্বত্যাঞ্চলে প্রাথমিক পর্যায়ে পাঠরত শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তির ব্যবস্থা করেছে সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন। 

এ উপলক্ষে মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন, সদস্য সচিব মো. আবদুল্লাহ আল নোমান, আয়োজক কমিটির সদস্য রাজেশ দাশ, সাইফুল আলম বাবলু, শুভময় দাশ, মো. রিয়াদ, এমরান হোসেন প্রমুখ।  

বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন জানান, পার্বত্যাঞ্চলের অবহেলিত শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে প্রাথমিকভাবে জেলা সদরের ৫০ শিক্ষার্থীকে এককালীন এক হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।