কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জেএসসি পরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে সুমাইয়া আক্তার লাইজু নামে এক শিক্ষার্থীর। এ সময় আহত হয়েছে আরো পাঁচ শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার ছয় নম্বর পূর্ব জোড়কানন ইউনিয়ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার লাইজু সদর দক্ষিণ লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।