মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মেঘলার পিতার নাম আবদুল মালেক। খিলগাঁও তিলপা পাড়া ক,খ,গ ক্লাবের পিছনে একটি ৬ তলা ভবনের ৫ তলায় থাকতো তার পরিবার।
মৃত মেঘলার ফুফাতো ভাই জাকির হোসেন রাসেল জানান খিলগাঁও মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিলো মেঘলা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আবদুল মালেকের ২ মেয়ের মধ্যে মেঘলা ছিল বড়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এজেডএস/আরআই