ঢাকা: রাজধানীর কদমতলী ওয়াসার পুকুর পার এলাকা থেকে বিল্লাল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (নভেম্বর ৮) ভোরে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলির ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নিহত হয়েছে বলে দাবি করেছেন রাজধানীর কদমতলী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া।
পরিদর্শক সাজু মিয়া জানান, ‘নিহতের শরীরে গুলির দাগ আছে।
তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর কারণ কি। বিল্লালের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে কদমতলীসহ আশপাশের থানায় একাধিক মামলা আছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এজেডএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।