স্থানীয়রা জানান, উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বিলকৃষ্ণপুর বাজারের অদূরে কালভার্টটি পাঁচ মাস আগে ভেঙে যায়। এর পর থেকে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই ভাঙা কালভার্টের একপাশ দিয়ে সাময়িক টেম্পো, ভটভটি চলাচল করলেও বর্তমানে ধীরে ধীরে কালর্ভাটটি প্রায় সম্পূর্ণই ভেঙে যাচ্ছে। ফলে আর অল্প দিনের মধ্যেই হয়তো এ সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে।
বিলকৃষ্ণপুর বাজারের ধান-চাল ব্যবসায়ী মমিনুল জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে ব্যবসার ক্ষেত্রেও অনেক ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আতাউল হক ভ্রমর বলেন, কালভার্টটি নির্মাণ করার জন্য চেয়ারম্যানসহ আমরা বেশ কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আশ্বাস দিলেও এ পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না।
উপজেলা এলজিইডি প্রকৌশলী শাইদুল ইসলাম মিয়া বলেন, কালভার্টটি পুনরায় নির্মাণ করার জন্য আমরা সব প্রস্ততি নিয়েছি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ