ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পাটের গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বগুড়ায় পাটের গুদামে আগুন

বগুড়া: বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে খন্দকার জুট মিলের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটানা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুল লাগার খবর পেয়ে বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলি উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনতে কাজ শুরু করে।

প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে তাৎক্ষণিকভানে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।