বুধবার (৮ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সাকিব নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বিড়িসিড়ি এলাকার আলাল মিয়ার ছেলে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিবেশী রিয়াজের ভাড়া বাসায় যায় সাকিব। একপর্যায়ে সাকিবকে বাসায় যেতে বলে রিয়াজ। কিন্তু সাকিব বাসায় যেতে না চাইলে সে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘাটের নিচে লুকিয়ে রাখে। এদিকে, সাকিবকে অনেকক্ষণ না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবারের লোকজন। অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার রাতে রিয়াজের ঘরে ঘাটের নিচে সাকিবের মরদেহ দেখতে পান রিয়াজের মা। পরে বুধবার (৮ নভেম্বর) সকালে রিয়াজের মা সাকিবের পরিবারকে এ কথা জানান। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরএস/এসআই