ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে ৪০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বাঞ্ছারামপুরে ৪০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মরিচাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এরা হলেন-মরিচাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।