ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পেঁয়াজ বোঝাই করিমনের সঙ্গে ধাক্কা লেগে ইমারত আলী নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমারত আলী হালসা গ্রামের বাসিন্দা এবং হালসা আদর্শ কলেজের প্রধান অফিস সহকারী।


 
হাসলা আদর্শ কলেজের সহকারী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজের ডিগ্রি পরীক্ষার কেন্দ্র ফিস জমা দিতে আমলা সরকারি ডিগ্রি কলেজে যাচ্ছিলেন ইমারত আলী। পথে ধলসা বাজারে পেঁয়াজ বোঝাই একটি করিমনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    
মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।