বুধবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমারত আলী হালসা গ্রামের বাসিন্দা এবং হালসা আদর্শ কলেজের প্রধান অফিস সহকারী।
হাসলা আদর্শ কলেজের সহকারী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজের ডিগ্রি পরীক্ষার কেন্দ্র ফিস জমা দিতে আমলা সরকারি ডিগ্রি কলেজে যাচ্ছিলেন ইমারত আলী। পথে ধলসা বাজারে পেঁয়াজ বোঝাই একটি করিমনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ