আহতদের মধ্যে ২১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশ ১৮ জনকে আটক করেছে।
বুধবার (০৮ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমুডিয়া গ্রামের শওকত মোল্যা ও জামাল মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্তি চলে আসছে। একপর্যায়ে পাওনা টাকা চাওয়া নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জামাল মেম্বরের সমর্থক তোয়াক্কেলের সঙ্গে শওকত মোল্লা গ্রুপের রজব আলীর কথা কাটাকাটি হয়।
এর সূত্র ধরে বুধবার সকালে শওকত মোল্লার সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে জামাল মেম্বরের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার শহিদুল ইসলাম জানান, সংঘর্ষে আহতদের মধ্যে ২১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৮ জনকে অটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ