ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার নিখোঁজ

ঢাকা: বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

এ বিষয়ে তার বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর - ৪৭১।

মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় তিনি জিডিটি করেন।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাতটায় মুবাশ্বার হাসান তার দক্ষিণ বনশ্রীর বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যান। এরপর বিকেল থেকে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে মর্মে তার বাবা একটি জিডি করেছেন।

ওসি মশিউর আরো বলেন, জিডির ভিত্তিতে ওই শিক্ষককে খুঁজে পেতে আমরা কাজ করছি। এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।