ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ঢাকা: রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করছে ইকুইটি ল'ইয়ারর্স ক্লাবের আইনজীবীরা।

বুধবার (৮ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির সামনে প্রতিষ্ঠানটির আইনজীবীরা এ মানববন্ধনে অংশ নেন।

ইকুইটি ল'ইয়ারস ক্লাবের আহ্বায়ক জাহিদুল ইসলাম হিরনে নেতৃত্বে আইনজীবীরা এ মানববন্ধন করেন।

অ্যাডভোকেট মিজানুর রহমান শাহিন মানববন্ধন পরিচালনা করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান, আরিফ হোসেন তালুকদার, জাহাঙ্গীর হোসেন, পান্না চৌধুরী, আলাউদ্দিন খান, আয়েশা খাতুন, সায়দুর রহমান মাইনুল মোল্লা প্রমুখ।

মানববন্ধন থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।