বুধবার (০৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সহড়বাড়িয়া গ্রামের মাছ চাষি শরিফুল ইসলামের নোনার বিলের খামারি মাঠের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলিম উপজেলার মহাম্মদপুর গ্রামের গাইনপাড়া এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা খামারি মাঠে গাছের ডাল কাটতে গিয়ে পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭, আপডেট: ১৬১৭
এনটি/আরবি/