ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৮ পুলিশ সদস্যের পদোন্নতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
লালমনিরহাটে ৮ পুলিশ সদস্যের পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের ব্যাচ পরানো হচ্ছে

লালমনিরহাট: লালমনিরহাটে ৪ কনস্টেবল ও ৪ সহকারী উপ পরিদর্শককে পদোন্নতি ব্যাচ পরানো হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন মাঠে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি প্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

উপ পরিদর্শক (এসআই) হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন-তৈমুর রহমান, শাখাওয়াত হোসেন, স্বপন মিয়া ও শাহীনুর ইসলাম।

সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন-ফয়জুর রহমান, রিয়াজুল ইসলাম, সাদেকা বেগম ও রোমান হোসেন।

পদোন্নতি প্রাপ্তদের ব্যাচ পরিধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) লিজা বেগম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।