ছাত্তার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়েনের ফতেহধর্মপুর গ্রামের মৃত মমিন উল্ল্যার ছেলে।
বুধবার (০৮ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ নভেম্বর) দিবাগত রাতে বশিকপুর ইউনিয়েনের ফতেহধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ছাত্তারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে একটি দোনলা বন্দুক, ২৬৬রাউন্ড রিভলবারের ও ২০রাউন্ড র্শটগানের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক ছাত্তার স্থানীয় সন্ত্রাসী লাদেন বাহিনীর একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে সন্ত্রাসী মাছুম বিল্লাহ ওরফে লাদেন মাছুম নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
ওএইচ/