প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১২টায় শহরের বালুবাড়ীস্থ আইডিইবি জেলা শাখার নিজস্ব কার্যালয় থেকে আইডিইবি জেলা শাখা আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মীর খায়রুল আলম।
আইডিইবি জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি মো. আকরাম আলী মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোসলিম উদ্দীন, আইডিইবি জেলা শাখার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল, এলজিআরডির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, আইডিইবির কাউন্সিলর মো. মতিউর রহমান মতি, আইডিইবি জেলা শাখার প্রচার সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ সুমন, আইসিটি ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ সমিতির সভাপতি নুর ছাবা, সাধারণ সম্পাদক রুনা লায়লা, আইডিইবি নেতা মো. লুৎফুল হুদা, মো. আমজাদ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
ডিসি মীর খায়রুল আলম বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় সামষ্টিক দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। মানব-সম্পদের গুনগত মান ও সক্ষমতা ওপরই দেশ এবং এর প্রতিষ্ঠানগুলো প্রকৃত শক্তি-সামর্থ্য নির্ভর করে। শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ তৈরি করে। যা ভবিষ্যতের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জিপি