বুধবার (০৮ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (০৭ নভেম্বর) দিনগত রাত ৮টার দিকে সফিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ভবানীপুর এলাকার মৃত. রহিম খানের ছেলে সোহেল রানা (৩৮) ও শরিয়তপুরের নড়িয়া থানার উকিদাপুর এলাকার মৃত. আব্দুর রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৫)।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে সফিপুর এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবাসহ সোহেল ও সবুজকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরএস/আরবি/