বুধবার (৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সংস্কারকৃত কার্যালয়ের শুভ উদ্বোধন ও ক্র্যাব সদস্যদের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিমত প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের লেখনী ও টিভিতে সংবাদ পরিবেশনে সুন্দরবনের ২০০ জলদস্যু আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের লেখনী প্রশংসার দাবিদার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী মানবতাবাদী হিসেবে পরিচিতি পেয়েছেন।
মাঝেমধ্যে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভুল বোঝাবুঝির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ভুল বোঝাবুঝি কখনো কখনো হতেই পারে। সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয়পত্রের পাশাপাশি ক্র্যাবের পরিচয়পত্র থাকলে সে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আয়োজক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্যরা।
অনুষ্ঠান শেষে সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন এবং ক্র্যাবের সদস্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের আইডি কার্ড প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
পিএম/এইচএ/