ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ‘গরুচোর’ সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ঈশ্বরগঞ্জে ‘গরুচোর’ সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘গরুচোর’ সন্দেহে রফিকুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে জানান, উপজেলার মাইজবাগ ইউনিয়নে ভাষা গকুলনগর গ্রামের দামেশের বাড়ির গোয়াল ঘর থেকে কাভার্ডভ্যানে করে চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা।

এ সময় রফিকুল ইসলাম (২৮) নামে একজনকে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

তবে স্থানীয় সূত্র জানায়, নিহত রফিকুল পাশের মগটুলা ইউনিয়নের নাউড়ি গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে। গত দুই বছর আগে সে সিঙ্গাপুর থেকে দেশে আসেন।  

নিহত রফিকুল ইসলামের ভাই শফিক অভিযোগ করে বলেন, রফিকুল স্থানীয় বাজারের ইজারাদার ও ব্যবসায়ী ছিলো। মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে আবু তাহের ও কলিম উদ্দিন মেম্বার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ভাষা গকুলনগর গ্রামের একটি বিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাকে ‘গরুচোর’ বানিয়ে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন শফিক।

এ ঘটনায় স্থানীয় হোসেন মেম্বার বাদী হয়ে অজ্ঞাতনামা জনতাকে আসামি করে দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি বদরুল আলম খান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।