বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।
ওই যুবক বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের মৃত স্বপন বসুর ছেলে।
নিহতের বড় ভাই লিপন কুমার বসু বাংলানিউজকে জানান, আফরা গ্রামে তাদের দখলীয় একটি জমি নিয়ে একই এলাকার আব্দুস ছামাদ মোড়েলের সঙ্গে বিরোধ রয়েছে। মঙ্গলবার বিকেলে পল্লব ওই জমিতে কৃষি কাজ করতে গেলে তার সঙ্গে আব্দুস ছামাদ এবং তার দুই ছেলে আজম মোড়ল ও আজাদ মোড়লের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা পল্লবের হাতে থাকা শাবল কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় ঠেকাতে গিয়ে আহত হন পল্লবের চাচা অরুন বসু। এ অবস্থায় পল্লবকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই